ঢাকার হোম ভেন্যূতে খেলা, ঢাকা থাকবে ফেভারিট
দর্শকদের চিয়ার আপ’কে সাথে নিয়ে খেলবে ঢাকা
জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবে তাসকিন’রা।এমনটাই তো হওয়ার কথা। কিন্তু হলো ভিন্ন, ঢাকাকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম।
দিনের শুরুর খেলায় মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম দুর্দান্ত ঢাকা।নামের মতো শুরুটা দুর্দান্ত করতে পারেনি তাসকিন শরিফুল ইসলামদের ঢাকা।পাওয়ার প্লে তে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে দুর্দান্ত ঢাকা।পাওয়ার প্লে শেষ হতে না হতেই আরও ২ উইকেট।ঢাকার ব্যাটিং ইনিংসের কোমর ভাঙ্গার শুরুটা হয় সেখান থেকেই। এরপর দফায় দফায় ঘুরে দাড়ানোর চেষ্টা চালায় ঢাকার ব্যাটাররা।শেষ দিকে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা স্বস্থি পায় ঢাকা। তবে দ্বিতীয় ইনিংসে তাসকিন উসমান কাদিরের টাইড বোলিংয়েও রক্ষা হয়নি।ঢাকার দেয়া ১৩৭ রানের টার্গেট ১০ বল হাতে থাকতেই চেজ করে ফেলে তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের কল্যানে।তাসকিনের ৪ ওভারে ২৬ উসমান কাদিরের ৪ ওভরে ১৬ রানের মতো টাইড স্পেলের দিনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ তামিম। ৪০ বলে ৪৯ রানের ক্রুশাল একটা ইনিংস খেলেছেন এই ব্যাটার। ফিফটি মিস হলেও ম্যাচ জয় মওস হয়নি।
ভীত গড়ে দিয়ে তারপরে মাঠ ছেড়েছেন।বাকি কাজটা করেছেন নাজিবুল্লাহ জাদরান।আর তাতেই টুর্নামেন্টে ২ জয় নিয়ে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।