ইন্টার মায়ামির ম্যাচ মানেই লিও মেসির গোল।এ যেন এক সুতোয় বাঁধা।মায়ামির জার্সিতে লিও মেসি মাঠে নামবেন তো গোল করবেন।এই ঘটনাই এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।মায়ামিতে মেসির অভিষেকের পর প্রথম পাঁচ ম্যাচের গল্প তো তাই বলে।
আগের চার ম্যাচে সাত গোল করা মেসি শনিবার বাংলাদেশ সময় ভোর রাতে লীগস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল শালর্টের বিপক্ষে। ঘরের মাঠ ভিআরভি পিএনকে স্টেডিয়ামে এদিন অবশ্য প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ছিলেন মেসি।
এদিন ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি।তবে সেই স্পট-কিকটি মেসি নেননি।জোসেফ মার্টনেজ সেই শর্ট থেকে গোল আদায় করলে ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি।ম্যাচের ৩২তম মিনিটে মায়ামির হয়ে গোলের ব্যবধান বাড়ান র.টেইলর।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে শালর্ট গোল পরিশোধ করার জন্য কিছুটা আক্রমনাত্মক খেলা শুরু করে।তবে ইন্টার মায়ামির জালে বল পাঠাতে ব্যর্থ হচ্ছিলেন বারবার।৭৮তম মিনিটে শালর্ট আত্মঘাতী গোল হজম করলে স্কোরলাইন ৩-০ হয়ে যায়। আর ম্যাচের ৮৭ মিনিটে শালর্টের কফিনে শেষ পেরেক ঢোকান মেসি।ডি-বক্সের ভেতরে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। ৪-০ গোলের জয় নিয়ে লীগস কাপের সেমিফাইনালে উঠলো ইন্টার মায়ামি।
মায়ামির জার্সিতে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন মেসি।আমেরিকান এই ক্লাবের হয়ে তার মোট গোলসংখ্যা এখন আট।
আন্তর্জাতিক
শালর্টকে উড়িয়ে দিয়ে সেমিতে মেসির মায়ামি..!!
- August 12, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago