December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

লো স্কোরিং ম্যাচে জিততে পারলোনা বাংলাদেশ

লো স্কোরিং ম্যাচে জিততে পারলোনা বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো আফগানিস্তান। প্রথম ইনিংস শেষে ২৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া আফগানরা টাইগারদের অল আউট করেছে মাত্র ১৪৩ রানে। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। খেলার শুরু থেকে ম্যাচের লাগাম ছিলো বাংলাদেশের হাতে।

আরও পড়ুনঃ- বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

দলীয় মাত্র ৩৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ও মোহাম্মদ নাবি। ১০৪ রানের অনবদ্য পার্টনারশীপে দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটার। হাশমতউল্লাহ শাহিদি ৫২ করে প্যাভিলিয়নে ফেরত গেলেও দিনের সেরা ইনিংস খেলেন নাবি। ব্যাক্তিগত ৮৪ রানের আউট হলে দলীয় ২৩৫ রানে থামে আফগানিস্তান।

২৩৬ লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিলো বাংলাদেশ। দলীয় ১২ রানে তানজিদ তামিমের উইকেট হারালেও এরপর দলকে ভালোই সঙ্গ দিচ্ছিলো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ১৩২ রানে চার উইকেট হারানো বাংলাদেশের সামনে তখন লক্ষ্যটাও বেশ দুরে ছিলোনা। কিন্তু ব্যাটারদের তাড়াহুড়োতে ১৪৩ রানে সবকটি উইকেট হারিয়ে ৯২ রানে হারে বাংলাদেশ। এই হারে সিরিজ জয়ে আশা থেকে একধাপ পিছিয়ে গেলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ-
আফগানিস্তান ১৩৫/১০ (৪৯.৪)
নাবি ৮৪

বাংলাদেশ ১৪৩/১০ (৩৪.৩)
শান্ত ৪৭

ফলাফলঃ- বাংলাদেশ ৯২ রানে পরাজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *