ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় চার থেকে পাঁচ মাস খেলা থেকে দূরে থাকতে হতে পারে তাকে।
গত ১১ই আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বার্নালির বিপক্ষে মুখোমুখি হয় সিটি।
সেই ম্যাচের ২৩ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন এ বেলজিয়ান।গত মৌসুমে চ্যাম্পিয়ন লীগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষেও একই ধরনের চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।
১৬ই আগস্ট গ্রীসের এথেন্সে উয়েফা সুপার কাপে স্পানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ম্যানসিটি।তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলটির কোচ পেপ গার্দিওলা।তিনি বলেন, ‘ডি ব্রুইনার চোট মারাত্মক। তবে তার অস্ত্রপাচার করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।কয়েক মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে পারে।তার অস্ত্রপাচারের ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নতুন মৌসুম শুরুর মুহূর্তে ডি ব্রুইনার ইনজুরি ম্যানসিটির জন্য একটা বিরাট ধাক্কা। গত মৌসুমে ট্রেবল জয়ী এ ক্লাবের মাঝমাঠ সামাল দেন ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার।
গত মৌসুমে সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল ও ৩১ এসিস্ট করেন ডি ব্রুইনা।
১৬ই আগস্টের উয়েফা সুপার কাপে ডি ব্রুইনাকে নিশ্চিতভাবে মিস করবে সিটিজেনরা।