ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেও শেষ মুহূর্তের স্পট কিক থেকে সুনীল ছেত্রি লক্ষ্যভেদ করলে ১-০ গোলে হার নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।
বৃহস্পতিবার দুপুরে এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টানা তিনটি শট ঠেকিয়ে ভারতকে লিড পেতে দেননি টাইগার গোলরক্ষক মিতুল মারমা।
দ্বিতীয়ার্ধে খেলার ৬৪ মিনিটে ব্রাইস ফাউলের শিকার হলে বিপজ্জনক জায়গায় ভারত ফ্রি-কিক পায়। কিনশের শট বারে লেগে ফেরে।
ম্যাচের ৮৩ মিনিটে ব্রাইসকে ফাউল করেন বাংলাদেশের অধিনায়ক রহমত মিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে কয়েকজন খেলোয়াড় সিদ্ধান্তের বিরুদ্ধে রেফারির সঙ্গে তর্কও জুড়ে দেন। মজিবুর রহমান জনি দেখেন হলুদ কার্ড। সেই স্পট কিক থেকে ভারতের তারকা সুনীল ছেত্রি লক্ষ্যভেদ করেন। তাতে বাংলাদেশের কপাল পোড়ে।
প্রথম ম্যাচে হাসান মুরাদ নিজেদের জালেই বল জড়িয়ে দেয়ায় মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল।