October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ফুটবল বাংলাদেশ

রোনালদিনহোর সংবাদ সম্মেলনে অপমানিত হলেন সাংবাদিকরা

গত ১৫ই অক্টোবর পুনেতে হোটেলের নিরাপত্তারক্ষীর দ্বারা সাংবাদিকদের হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনা এখনো তরতাজা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার ঢাকার রেডিসন ব্লু হোটেলেও অপমানিত হয়েছে সাংবাদিকরা।

 

ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো বুধবার ঢাকায় আসেন। সেই উপলক্ষ্যে হোটেল রেডিসন ব্লুতে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সেই অনুষ্ঠানে সাংবাদিকদেরকে অপমান করা হয়।

 

আপনারা যারা সাংবাদিক আছেন, তারা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি।’ হোটেল রেডিসনের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা। রোনালদিনহোর সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সংবাদ কর্মীরা তাতে বিব্রত, বিরক্ত হলেন। শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা।

 

 

রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র‍্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধা বিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।

 

অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *