November 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
নারী ক্রিকেট বাংলাদেশ

রেকর্ড গড়া জয়ে প্রোটিয়া বধ করলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবার ইতিহাস পাল্টাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল টাইগ্রেসরা। দলীয় কোচ, অধিনায়ক ও ক্রিকেটারদের ছিল দৃঢ় প্রত্যয়। শেষ পর্যন্ত প্রোটিয়াদের হারিয়েই দিল তারা।

 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে স্বাগতিকদের মাটিতে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল তারা। সেই সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো টাইগ্রেসরা।

 

এ ছাড়া নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। দু’জনের ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথম ইনিংসে ১৪৯ রানের ম্যাচ জয়ের ভিত পেয়ে যায়।

 

বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেখানে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছেন স্বর্ণা আক্তার। তার ৫ শিকারে প্রোটিয়া মেয়েদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ১৩ রানের জয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে ইতিহাস রচনা করেছে বাঘিনীরা।

 

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৫৪ রান তুলে প্রোটিয়া দুই ওপেনার। মিডেল ওভারে স্বাগতিকদের স্পইন ঘূর্ণি জালে আটকে ধরেন ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

 

দলীয় ৬৯ রানে প্রোটিয়ারা প্রথম উইকেট হারায়। এরপর শুরু হয় স্পিনার স্বর্ণা আক্তারের ঘূর্ণি জাদু। এক প্রান্তে ওপেনার অ্যানেকে বসচ দাঁড়িয়ে থাকলে অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন টাইগ্রেস স্পিনার স্বর্ণা। এই লেগ স্পিনারের ৫ উইকেটেরইদিনে প্রোটিয়াররা শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার বসচ।

 

এর আগে ব্যাট করতে নেমে সাবধানে শুরু পায় টাইগ্রেসরা। ব্যাটিং পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৩৫ রান যোগ করে দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। তবে ইনিংসের সপ্তম ওভারে ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেন শামিমা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন সুবহানা মুস্তারি।

 

মুর্শিদা খাতুনকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন মুস্তারি। দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করে এলিজের বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন সুবহানা। দলীয় ৮৩ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে এসে আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন টাইগ্রেস অধিনায়ক।

 

মুর্শিদাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দেন জ্যোতি। প্রোটিয়া বোলারদের উপর চড়াও হয়ে শেষ ৪২ বলে টাইগ্রেস স্কোরবোর্ডে ৬৬ রান যোগ করেন এই দুই টপ অর্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন ওপেনার মুর্শিদা। জ্যোতি খেলেন ২১ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ক্যামিও ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *