তাইজুলের কাধে যার হাত,তিনি বাংলাদেশের নতুন প্রধান কোচ হাথুরুসিংহে! তাইজুলের কাধেই নয়,বরং হাথুরুর হাত আছে,বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতেও! তাইতো নতুন করে কোচ হয়েছেন তিনি!নতুন বলতে ততটাও নতুননা! বলা চলে পুরোনো সম্পর্কে নতুন করে ফেরা।
তামিম ইকবাল আর সুজনের সাথে মীরপুরের সেন্টার উইকেটে দাঁড়িয়ে,হাথুরুর এই কথোপকথন , লম্বা সময়ের।যেমনটা ২০২৩ এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য লম্বা পরিকল্পনা করেছে বিসিবিও!
আলোচনা সমালোচনা! প্রাপ্তি অপ্রাপ্তির সব গল্প শেষ করে,বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো!
ডমিঙ্গো অধ্যায় শেষে লাল সবুজের প্রতিনিধিদের আরো এক দফায় গুরু বনে গেছেন এই লঙ্কান কোচ।
মাঠে এসেছেন,মীরপুরের সেন্টার উইকেট দেখে,পিচের ওস্তাদ গামিনীর সাথে কথা বলেছেন,এরপর ঘুরে ঘুরে দেখেছেন ইন্ডোরও!গতকাল এসেই এমন দায়িত্ব কাধে নেওয়াই প্রমান করে,কতটা দায় কাধে নিতে বাংলাদেশে এসেছেন কোচ হাথুরুসিংহ!
পুরোনো গুঞ্জন ছিলো সিনিয়রদের সাথে খুব একটা ভালো সম্পর্ক নয়,হাথুরুর।
অবশ্য সেই গুঞ্জনকে গুঞ্জন করেই,হাথুরুর সব পরিকল্পনা ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খানকে নিয়ে।
এর আগে,
২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।
এবার সাকিব তামিমদের শেষ মিশনেও সফল গুরু হিসেবে নিজেকে প্রমান করবেন সেটিই প্রত্যাশা