আবুধাবি দিয়ে শুরু,এরপর জিম্বাবুয়ে ঘুরে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র এবার আয়োজন করতে যাচ্ছে একটি ট-টেন ক্রিকেট লীগ।৬ দলের এই টুর্নামেন্ট আজ শুক্রবার থেকে শুরু হবে।আগামী ২৭শে আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো-আটলান্টা ফায়ার,ক্যালিফোর্নিয়া নাইটস,টেক্সাস চার্জার্স, নিউ ইয়র্ক ট্রাইটন্স,মরিসভিল ইউনিটি এবং নিউ ইয়র্ক ওয়ারিয়র্স।
৬ দল নিয়ে ১০ দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলের ব্রোয়াশ কাউন্টি স্টেডিয়ামে।
এই আসরে বিভিন্ন দলের হয়ে মাঠে নামবেন গৌতম গম্ভীর,ক্রিস গেইল,অ্যারন ফিন্স,যুবরাজ সিংয়ের মত তারকা ক্রিকেটাররা।বেশকিছু বাংলাদেশী ক্রিকেটারও অংশ নেবেন এই টুর্নামেন্টে।আটলান্টার হয়ে খেলবেন নাসির হোসেন, ইলিয়াস সানি,ফরহাদ রেজা ও জুনায়েদ সিদ্দিকী।
টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি-উল-মুলক বলেন, ‘টি টেন ক্রিকেট এখন বেশ উন্নতি করছে। আবুধাবি এবং জিম্বাবুয়ে তে সফল আয়োজনের পর আমরা এবার যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টের আয়োজন এনেছি।আশা করি এই দেশের ক্রিকেট ভক্তদের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা আসক্ত করতে পারবো।’
শুক্রবার(১৮ই আগস্ট) টুর্নামেন্টের প্রথম ম্যাচে আটালান্টা ফায়ারের মুখোমুখি হবে টেক্সাস চার্জার্স।