October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

যুক্তরাষ্ট্রের পর এবার ক্যারিবীয়ান স্টেডিয়ামের নাম ঘোষণা

আগেই নিশ্চিত করা হয়েছিলো আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু। ২০২৪ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিন স্টেডিয়াম ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্কের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের সাতটি ভেন্যু নিশ্চিত করেছে আইসিসি। শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু হিসেবে এন্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ অ্যান্ট টোবাগোর নাম নিশ্চিত করেছে আইসিসি।

 

ভেন্যু নিয়ে আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘২০২৪ সালে সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তার জন্যে ওয়েস্ট ইন্ডিজ়ের সাতটি মাঠ বেছে নিলাম আমরা। ২০টি দল একটি ট্রফির জন্যে লড়াই করবে। যে মাঠগুলি বেছে নেওয়া হয়েছে সবক’টি জনপ্রিয় এবং বৈচিত্রে ভরপুর।’

 

তিনি আরও বলেন, ‘এই নিয়ে তিনটি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ়। প্রতিটি ম্যাচেই দর্শকরা যাতে সমান আনন্দ পান তার দিকে খেয়াল রাখা হবে। বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করতে আমরা তৈরি।’

 

আগামী বছর ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ভেন্যু চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ আয়োজনে আর কোনো শঙ্কা থাকলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *