ঘরের মাঠে ভারতের ক্লাব মোহনবাগানকে হারিয়ে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রেসে ভালভাবেই টিকে থাকলো বসুন্ধরা কিংস। কিংস এরেনায় এদিন ২-১ গোলে জেতে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
এই জয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে কিংস। ৪ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট এখন ৭। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে মোহনবাগান।
এদিন অবশ্য শুরুতে ম্যাচের লিড নেয় মোহনবাগান। ১১৭ মিনিটে কোলাকোর গোলে ১-০ তে এগিয়ে যায় কলকাতার ক্লাবটি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে অবশ্য সমতায় ফেরে কিংস। ৪৪ মিনিটে ব্রসুর এসিস্টে ফিগুয়েইরা গোল করলে ম্যাচে সমতা আসে। ১-১ গোলেই বিরতিতে যায় দুইদল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত সফল হয় অস্কার ব্রুজেনের দল। ম্যাচের ৮০ মিনিটে ডোরিয়েল্টনের সহায়তায় রবসন রবিনহো গোল করলে উচ্ছ্বাসে মাতে কিংস এরেনা। শেষ পর্যন্ত মোহনবাগান গোল পরিশোধ করতে ব্যর্থ হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।