মেসির খেলা দেখার সময় খুব বেশি চোখের পলক ফেলতে বারন করলেন ইতিহাস সেরা টেনিস তারকা রজরার ফেদেরার।
কেননা চোখের পলকেই মেসি এমন কিছু করে ফেলতে পারেন,যা নিয়ে পরে ভক্তরা আক্ষেপে পুড়বেন!
এছাড়াও মেসির পাসিং আর ড্রীবলিং শিল্পের মতো বলে দাবি করেছেন এই কিংবদন্তি।
মেসির গেম এওয়ারনেস সাধারণ মানুষের ধারনার বাহিরে বলেও মন্তব্য তার।
কত উপমা! কত শিল্পীর শৈল্পিক বর্ননা।ইতিহাস তৈরিকারী কিংবদন্তিদের চোখে বড় কিংবদন্তি হওয়া।লিওনেল মেসির ক্ষেত্রে এসব এখন রোজকার বিষয়।
টেনিসের ইতিহাস সেরা প্লেয়ার কে,এমন প্রশ্নে উত্তর আসবে দুটি।আর সেই দুটি উত্তরের একটি রজরার ফেদেরার।
টেনিস কিংবদন্তি অনেক আগে থেকেই লিওনেল মেসির ভক্ত । এবার এক ম্যাগাজিনকে দিয়েছেন আরো এক সাক্ষাৎকার যেখানে লিওনেল মেসির খেলার স্টাইল নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টেনিস কিংবদন্তি বলেন,
“যখন আপনি মেসির খেলা দেখবেন তখন বেশি চোখের পলক ফেলবেন না! কারন দেখা যেতা পারে ঐ পলকের সময়েই মেসি এমন কিছু জাদু দেখালো যা আপনি মিস করে যাবেন!”
শুধু তাই নয়,মেসির মহত্ব মুগ্ধ করেছে ফেদারারকে।
রজরার ফেদেরার বলেন, ” মেসি সম্পর্কে আমার কাছে যা আলাদা তা হলো,এতো বছর ধরে তার ধারাবাহিক মহত্ব”!
লিওনেল মেসির ড্রীবলিং পাসিং সেন্স নিয়ে সবার মতো বিস্মিত এই টেনিস তারকাও।
তার মতে, ” মেসি একজন ম্যাজিশিয়ানের মতো ড্রিবল করেন,এবং তার কৌনিক পাসগুলো শিল্পের মতো।তার সচেতনতা গেম এওয়ারনেস এবং আন্দাজ ক্ষমতা প্রায় বোঝার বাহিরে!”
লিওনেল মেসি ছোটবেলা থেকেই সবচেয়ে আলাদা। বার্সেলোনায় আসার পর সেটা প্রস্ফুটিত হয় দারুণভাবে। এরপর যে দৌড় শুরু করেছেন মেসি, সেটা এখনও চলছে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সম্ভাব্য যেসব শিরোপা জেতা যায় তার সব কটিই জিতেছেন আর্জেন্টাইন এ তারকা। অর্জনের ঝুলি পরিপূর্ণ হয় গত বছর কাতার বিশ্বকাপে শিরোপা জিতে।
দলীয় অর্জনকে এক পাশে রেখে শুধু ব্যক্তিগত অর্জনের হিসাব করলেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তিনি। সাতটি ব্যালন ডি’অর জয় ছাড়াও ভূরি ভূরি অর্জন আছে তার নামের পাশে।
ব্যক্তিগত জীবনে অর্জনটা কম নয় রজার ফেদেরারেরও। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী তারকার ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। তবুও সাবেক এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় মেসির এমন অর্জনকে বিশেষভাবে দেখছেন।মেসিকে বরবরই সেরা খেলোয়াড় মনে করেন তিনি,এবং মেসির অনেক বর ভক্তও এই টেনিস কিংবদন্তি। অবশ্য ফুটবলটা বুঝলে মেসিকে ভাল না বেসে পারা যায়না।
প্রতিবেদক:-মো শরিফুল ইসলাম