উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনারের সঙ্গে ছিলেন আর্লিং হালান্ডও। শেষ পর্যন্ত মেসি-ব্রুইনাকে টপকে উয়েফা বর্ষসেরা পুরস্কার হাতে উঠলো হালান্ডের।
বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র। সেখানেই উয়েফা বর্ষসেরা পুরস্কার পান হালান্ড। নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেলেন তিনি। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
হালান্ড তার ২০২২-২৩ মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে।বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। সিটির সাফল্যে হলান্ডের সতীর্থ ডি ব্রুইনাও আলো ছড়িয়েছেন। আর মেসি ইউরোপে তার সম্ভাব্য শেষ মৌসুমে পিএসজি হয়ে ফ্রেঞ্চ লিগ আঁ শিরোপা জিতেছেন। এর আগে বিশ্বকাপ জিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়েছেন। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫২ গোল করা হালান্ডই সেরা নির্বাচিত হয়েছেন।
এবার সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন। সেটারই স্বীকৃতি পেয়েছেন তিনি।
বর্ষসেরা পুরুষ ফুটবলার : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)
বর্ষসেরা নারী ফুটবলার : আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন)
বর্ষসেরা পুরুষ কোচ : পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা নারী কোচ : সারিনা ভিগমান (ইংল্যান্ড)
উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড : মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)