বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছেন মুশফিক তার নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবিকে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু সময়ের সেরা ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, বাইরে কী হচ্ছে তা নিয়ে একদমই চিন্তিত নন দেড় যুগের বেশি সময় ধরে ক্রিকেট খেলা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটার। উল্টো দলের জন্য রান করতে মরিয়া মুশফিক।
দুদিন আগেই পাপন জানিয়েছেন তামিম, রিয়াদের মতোই যেকোনো একটি ফরম্যাট নিয়ে ভাববেন মুশফিক। সিনিয়র ক্রিকেটাররা নিজ থেকে সিদ্ধান্ত না জানালে বিসিবি কিংবা ম্যানেজমেন্ট তাঁদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে পিছু হাঁটবে না।
নিজের এই খারাপ সময়ে ব্যাটিং কোচ সিডন্সকে পাশে পাচ্ছেন মুশফিক। দুদিন ধরেই তাঁর সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। সিডন্স বললেন, প্রত্যেকটা গ্রেট খেলোয়াড়দের এমন কঠিন সময় যায়। আবার তাঁরা ফিরেও আসে। মুশফিকও সেই গ্রেটদের পথেই হাঁটবেন বলে বিশ্বাস তাঁর।
তিনি আরও যোগ করেন, “যেকোনো ভালো খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন কঠিন সময় আসে যখন তাঁরা রান করতে পারে না। তবে তাঁরা কামব্যাকও করেছে, এজন্যই তাঁদের গ্রেট ক্রিকেটার বলা হয়। আমি মনে করি মুশি বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার এবং রানও করে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় একটি সিরিজ খারাপ যেতেই পারে। তবে আমার বিশ্বাস সে আবারো রান করবে।”
“বাইরে কী হচ্ছে সেটির চেয়ে মুশফিক পরের দুটি টেস্ট নিয়ে বেশি মনোযোগী। আমার মনে হয় না ক্যারিয়ারের কোনো ফরম্যাট নিয়ে সে দুশ্চিতায় আছে। মনে হচ্ছে সে টেস্টে দলের জন্য কীভাবে রান করবে, তা নিয়ে বেশি চিন্তিত। সে লাল-বলের ক্রিকেট নিয়ে মনোযোগী। সাদা বলের ক্রিকেটে যথেষ্ট সফল সে।”