ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ আগামী ৫ই অক্টোবর থেকে মাঠে গড়াবে। ফলে দিনের হিসেবে এক সপ্তাহও বাকি নেই বিশ্বকাপের। আর ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে বৈশ্বিক এই টুর্নামেন্টের দামামা বাজতে শুরু করেছে।
১০ দলের অংশগ্রহণে শুরু হওয়া এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম চার দল। তাই বিশ্ব আসরকে সামনে রেখে এখন থেকেই সমীকরণ মেলানো শুরু হয়েছে। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।
সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও ভবিষ্যদ্বাণী করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট চার দলকে বাছাই করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক এই কিংবদন্তির মতে, তিন সেমিফাইনালিস্ট হলো ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মুরালির মন্তব্য, চতুর্থ দল কে হবে, সেটাই দেখার। অনেক দলই ক্ষমতা রাখে।
অফ-স্পিনের এই জাদুকরের ভাষ্যমতে, ঘরের মাঠে যে দল খেলে, বিশ্বকাপে সে তো সুবিধা পাবেই। ভারতকে তাই রাখতেই হবে। ইংল্যান্ড এখন খুব ভালো খেলছে। ওরাও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষমতা রাখে। আর বিশ্বকাপে কখনও অস্ট্রেলিয়াকে বাতিল করে দেওয়া যায় না। এই তিন দলের সঙ্গে চতুর্থ দল কে হবে সেটাই দেখার। অনেক দলই ক্ষমতা রাখে। তবে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হবে।
১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছেন মুরালি। এমনকি ২০০৭ ও ২০১১ সালে রানার-আপ দলের সদস্যও ছিলেন। এবার লঙ্কান তরুণ দলের সম্ভাবনাও ভালোভাবেই দেখছেন তিনি। মুরালির ভাষ্য, নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে শেষ চারে শ্রীলঙ্কাকে না দেখার মতো কোনো বিষয় নেই।