October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

মুম্বাইয়ে অনুশীলনে সাকিব-তাসকিন

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর এখন মুম্বাইয়ে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুদিন বিশ্রাম শেষে রবিবার দলীয় অনুশীলনে নেমেছে লাল-সবুজেরা। প্রথমবারে মতো মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুশীলন করছে লিটন-শান্তরা।

 

স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হয় এ অনুশীলন। শঙ্কা ছিলো ইনজুরি আক্রান্ত সাকিব ও তাসকিনকে নিয়ে। তবে শঙ্কা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অধিনায়ক সাকিব আল হাসান।

 

 

যদিও এই দুই ক্রিকেটারের চোট নিয়ে দলের মধ্যে বেশ অস্বস্তি রয়েছে। শোল্ডারের ব্যথায় ভুগছেন তাসকিন। অন্যদিকে সাকিবের উরুর চোট রয়েছে। তবে মুম্বাইয়ে দুজনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে। তাই অনুশীলনে তাদের উপস্থিতি কিছুটা স্বস্তির কারণ হতে পারে লাল-সবুজের শিবিরে।

 

ফুটবল অনুশীলনের মাধ্যমে এদিন অনুশীলন শুরু করেন লিটন-হৃদয়রা। দুই দলে ভাগ হয়ে সেখানে অনুশীলনে নেমেছেন তারা। এদিন শুরু থেকেই লিটন দাস ও শেখ মেহেদীকে ব্যাটিং করতে দেখা গেছে। অন্যদিকে ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

 

তবে অনুশীলনে থাকলেও এদিন বল হাতে তাসকিনকে দেখা যায়নি। তাই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি থাকছেন না, তা বলাই যায়।

 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচেই পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে ৬ ওভারের বেশি বল ঘোরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে তো একাদশের বাইরেই ছিলেন তিনি।

 

 

এদিকে কাঁধের এমআরআই করানো হয়েছে। তবে সেই রিপোর্টের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি বিসিবি।

 

অন্যদিকে এখনও সাকিবের চোটের বিষয়েও কিছুই জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *