মুশফিক নামটাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ভরসার নাম। কিন্তু তা এখন অতীত এটা সবার মুখে মুখে।
জীবনের ৩৫ বসন্ত পার করেছেন মুশফিক। এই বয়সে তিন ফরম্যাটে দিব্যি খেলে বেড়ানো শুধু মুশফিক নয়, বিশ্বের যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন ব্যাপার। এমনকি সময়টাও খারাপ যাচ্ছে তার। ব্যাট হাতে ছন্দে নেই আগের মতো।
দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে জাতীয় দলে এখন খেলছেন ৪ জন। তাদের মধ্যে আবার ফরম্যাট ভেদে খেলার প্রবণতা রয়েছে। নিয়মিত তিন ফরম্যাটে এখনও খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের ভবিষ্যৎ নিয়ে একটি সিদ্ধান্ত জানতে চায় বিসিবি, এমনই আভাস ছিল বিসিবি সভাপতির কথায়।
যেহেতু দল গঠনের মূল কাজ নির্বাচকরাই করেন, তাই মুশফিকের বিষয়ে আলোচনা তাদের মধ্যে হওয়ারই কথা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দাবি করলেন, এ মুহূর্তে মুশফিকের এই বিষয়টি তাদের আলোচনায় নেই। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ব্যস্ত নির্বাচকরা মাথায় রাখছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল গঠনের প্রসঙ্গ।
নান্নু বলেন, ‘এ ব্যাপার (মুশফিক) নিয়ে আমাদের এখন কোনো আলোচনাই হয়নি। আমরা দল নিয়ে মাত্র আলোচনা করছি। আগামী সপ্তাহে আমরা স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সফরের) দিয়ে দিব।’
নির্দিষ্ট কোনো ফরম্যাট থেকে নিজ থেকেই সরে দাঁড়াবেন মুশফিক, এমনটাই দুদিন আগে বলেছিলেন বিসিবি প্রধান। অবশ্য আজ নির্বাচক প্যানেলের সদস্য আব্দুজ রাজ্জাকের প্রশ্ন, সবাই কেনো মুশফিকের নাম উচ্চারণ করছেন?
৩৫-এ পা দিলেন মুশফিক। এই বয়সে তিন ফরম্যাটে দিব্যি খেলে বেড়ানো শুধু মুশফিক নন, বিশ্বের যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন ব্যাপার। এমনকি সময়টাও খারাপ যাচ্ছে তাঁর। ব্যাট হাতে ছন্দে নেই আগের মতো। তবে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মুশফিক যেন সরে যান সেটা অধিকাংশ ভক্তরাই চান।
তামিম নিজ থেকে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রাখছেন। মাহমুদউল্লাহ তো টেস্ট থেকে অবসরে চলে গেছেন। যে কারণে বিসিবি প্রধান পাপন বলেছেন, তিনি চান না কোনো সিনিয়র ক্রিকেটার মন খারাপ করে খেলুক। তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন রাজ্জাক।