মীরপুরে শান্ত’র ব্যাটে শান্তি,জয়ের চ্যালেঞ্জ জয়।
বাংলাদেশের মানুষের বর্তমানে রক্তে মেশা ক্রিকেট, আর ধীর পায়ে এগোচ্ছে দেশের ক্রিকেট। আর লাল সবুজের জার্সিতে আজ ৭০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।
শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে বিপদে পরে টাইগার ওপেনার জাকির।তার উইকেটের পতন হয় শুরুতেই।কিন্তু তা শান্ত মাথায় সামাল দিয়েছেন জয়।আর আগ্রাসন নিয়েও নিজ ব্যাট হাতে চ্যালেঞ্জ জয় করেছেন শান্ত।
শান্ত-জয়ের জুটিতে,বর্তমানে ভালো অবস্থানে বাংলাদেশ দল।পেসারদের বিপক্ষে চোখ রাঙিয়ে ব্যাট করছেন নাজমুল শান্ত।হাকিয়েছেন দুর্দান্ত অর্ধশতক তার ব্যাট থেকে ইতোমধ্যেই এসেছে ৫৮ বলে ৫২* রান।
এদিকে টেস্টসূলভ আচারনেই ব্যাট করছেন দলে ফেরা জয়।সর্বশেষ আপডেট অনুযায়ী তিনি ব্যাট করছেন ৫৮ বলে ২৩ রান করে।
দলের বর্তমান স্কোর ৮৯-১(১৯.২)