আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে টাইগাররা।গত ১২ই আগস্ট দল ঘোষণার পর সোমবার ছিল অনুশীলনের দ্বিতীয় দিন। রবিবার প্রথমদিনে বৃষ্টির বাঁধায় একটুও অনুশীলন করতে পারেনি জাতীয় দলের খেলোয়াড়েরা।দ্বিতীয় দিনের অনুশীলনেও ছিল বৃষ্টির বাগড়া।তবে ক্ষণে ক্ষণে বৃষ্টি একটু থামলে অনুশীলনে নেমে পড়ছিলেন ক্রিকেটারা।আকাশ মেঘলা থাকার কারণে অনুশীলনের সময় আলোক স্বল্পতা কাটাতে এদিন মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়।ফ্লাডলাইটের আলোয় মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত।অপরদিকে বোলার ফিল্ডারাও ছিলেন প্রস্তুত।
এমন সময় হঠাৎই শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাট লাইটে জ্বলে উঠলো আগুন।দৃশ্যটি দেখে চমকে উঠলেন মাঠে থাকা সবাই।খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন।তবে ২-৩ মিনিটের মধ্যে সেই আগুন এমনিতেই নিভে যায়।
ক্রিকেটাররা কিছুক্ষণ পর আবার অনুশীলন শুরু করেন।
বিসিবির গ্রাউন্ড ম্যানেজার আবুল বাতেনকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘শর্ট সার্কিটের কারণে মূলত আগুন লেগেছে।তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।আমরা মেরামত করার জন্য কাজ চালাচ্ছি।আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে। তবে ফ্লাট লাইট পরিবর্তন করার দরকার পড়বে না।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ম্যাচের মতো আবহ তৈরি করে অনুশীলন করছেন ক্রিকেটাররা।