নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুথেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে শান্ত আউট হওয়ার পর ক্রিজে আসেন অধনায়ক সাকিব। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তার কাছে দর্শকদের চাওয়া-পাওয়া ছিল অনেক। তবে মি.অলরাউন্ডার তা পূরণে ব্যর্থ হয়েছেন। ১৪ বলে ৫ রান করে মেকরেনের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
ক্লাব হাউজ প্রান্তে থাকা বাংলাদেশের ড্রেসিংরুমে মাথা নিচু করে যখন তিনি ফিরছিলেন, সেই গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের সমর্থকদের তার উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলতে শোনা যায়। সাকিবের খানিক পর অভিজ্ঞ মুশফিকুর রহিমও টেকেননি। মিকরেনে ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভার শেষে ৬ উইকেটে ৯৩ রান
এবার বিশ্বকাপে রান খরায় ভুগতে থাকা সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ফিরে যান দেশে। দুদিন সেখানে থেকে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। রান পেতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক মিরপুরে অনুশীলন করে বেরিয়ে যাওয়ার সময় দুয়োধ্বনির শিকার হন। একটি ভিডিওতে দেখা যায় কিছু সমর্থক তাকে উদ্দেশ করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলছেন।