আগামী ৪-৭ আগস্ট পর্যন্ত চলবে চার দিনের প্রথম ‘টেস্ট’ ম্যাচ, দ্বিতীয় ম্যাচ চলবে ১০-১৩ আগস্ট পর্যন্ত। এরপর যথাক্রমে ১৬, ১৮ এবং ২০ তারিখ তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে। সিরিজ শেষে ২২ আগস্ট দেশে ফিরবে টাইগাররা।
বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক
বাংলাদেশ ‘এ’ দল (ওয়ানডে ম্যাচ): মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী