November 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

মায়ামির অনুশীলনে মেসি : খেলবেন পরের ম্যাচ ?

গত দলবদলে সবাইকে অবাক করে পিএসজি থেকে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমান লিওনেল মেসি। এলএমটেন মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যেন বৃহস্পতি তুঙ্গে আমেরিকার এই ক্লাবটির।মেসি খেলেছেন এমন ম্যাচে এখোনো হারেনি মায়ামি।

ইতিমধ্যে মায়ামির হয়ে লীগস কাপের শিরোপা জিতেছে মেসি যা ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।পাশাপাশি দলকে ইউএস ওপেনের ফাইনালেও তুলেছেন এলএমটেন।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী মেসির নতুন চ্যালেন্জ এখন মায়ামিকে এমএলএসের প্লে-অফে তোলা।

যদিও আটালান্টার কাছে হেরে সেই সুযোগ একটু হলেও কঠিন হয়ে গেছে পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে থাকা দলটির।তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পর চোটের কারণে আটালান্টার বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামেননি মেসি।

কিন্তু চোট কাটিয়ে আজ মায়ামির অনুশীলনে ফিরেছেন মেসি। অনুশীলনে তাঁকে সতেজ আর সাবলীলই মনে হয়েছে। এমএলএসে ইন্টার মায়ামি তাদের পরের ম্যাচটি খেলবে টরন্টো এফসির বিপক্ষে, বাংলাদেশ সময় আগামী পরশু ভোর সাড়ে ৫টায়। অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি?

সামাজিক যোগাযোগমাধ্যম মেসির চোট নিয়ে নানা গুঞ্জন। টরন্টোর বিপক্ষেও তিনি খেলতে পারবেন না বলে মনে করছেন অনেকে। ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনোও নিশ্চিত করে কিছু বলেননি।

 

পরিস্থিতি যখন এই, মেসি নিজেই একটা ইঙ্গিত দিয়েছেন। তাঁর সেই ইঙ্গিত বলছে, টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন তিনি। অ্যাপল টিভি আর এমএলএসের মৌসুম পাসের প্রচারণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘বুধবার (যুক্তরাষ্ট্রের সময়) ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসির ম্যাচ এবং প্লে-অফের দৌড় এখনো বেঁচে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *