পাকিস্তান ক্রিকেট টিমের চাচা নামেই পরিচিত ৩২ বছর বয়সি ইফতেখার আহমেদ। বয়স ৩২ হলেও তা ক্রিকেটের প্রেক্ষাপটে খুব একটা বেশি না,তবুও দেহের গড়নের কারণে মাঝেমধ্যেই মানুষের কটু কথা শুনতে হয়।
নিজ দেশ পাকিস্তানেও তাকে নিয়ে হরহামেশাই সমালোচনার টেবিল গরম হয়, যা কষ্ট দেয় ইফতিখারকে।
সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে ইফতেখার বলেনঃ
‘যখন আমার কানে এসব কথা আসে তখন একজন মানুষ হিসেবে আমার কাছে খুব খারাপ লাগে। আপনি শোয়েব মালিক, মিসবাউল হক, ইউনুস খান বা সব বড় খেলোয়াড়দের দিকে তাকান তাঁরা সবাই ৩০ বছর বয়সের পর ক্রিকেটে অনেককিছু অর্জন করেছে। এর কারন শুধুমাত্র শারীরিক এবং মানসিক ফিটনেস। আমি জানিনা কিভাবে মানুষকে খুশি করতে হয়, আর আমি মানুষকে খুশি করার চেষ্টাও করিনা’- ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন।
কষ্ট পেলেও তিনি নাকি সমালোচকদের কথা তেমন একটা গুরত্ব দেন না। তিনি শুধু তার কাজটা করে যেতে চান। মনোযোগ বাড়াতে চান ক্রিকেটে।
‘এতকিছুর পরও আমি শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে চাই। আমি যদি অন্যদের কথা শুনতাম, তাহলে আমি আরও ১০ বছর আগে ক্রিকেটকে বিদায় বলতাম’