ঘরের মাঠে রিয়ালের প্রতিশোধ
রিয়ান বিন কবির,স্পোর্টস ডেস্ক
গতবার এল ক্লাসিকোতে বার্সার কাছে ৪-০ গোলে হেরেছিলো মাদ্রিদ।লা লীগার পয়েন্ট টেবিলেও ছিলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা।সমান ৮ ম্যাচ খেলে ৭জয় ও ১ ম্যাচ ড্র করে দুই দলের পয়েন্ট ও ছিলো সমান।গোল ব্যাবধানে পয়েন্ট টেবিলে বার্সা শীর্ষে থাকলেও ঘরের মাঠে তাদেরকে ছাড়িয়ে যাওয়ার তাগিদ ছিলো কার্লো এনচেলত্তি শীর্ষদের।তাই ম্যাচের শুরু থেকে সান্তিয়াগো বার্নাবোতে গোল ক্ষুদায় ছিলো লস ব্ল্যাঙ্কোসদের।ডেডলক ভাঙ্গতে সময় লাগে ১১ মিনিট।ম্যাচের ১২ তম মিনিটে লেফট উয়ং দিয়ে আক্রমনে যাই ভিনিসিয়াস জুনিয়ার।তার শর্ট বার্সা গোলকিপার স্টেগান ফিরিয়ে দিলে রিবাউন্ড হওয়া ফিরতি বলে গোল করেন মাদ্রিদের গোলমেশিন করিম বেনজেমা। লা লীগার এই সিজনে এটা তার ৩য় গোল।ম্যাচের ৩৫ তম মিনিটে ডি বক্সের বাহির থেকে দূর পাল্লার শর্টে ব্যাবধান দ্বিগুন করেন ফ্রেডে ভালবার্দে।৮৩ মিনিটে ফেরান তোরেসের গোলে ব্যাবধান কমালেও হার এড়াতে পারেনি বার্সা। ম্যাচের একদম শেষ মুহুতে এক্সর্টা টাইমে প্যানাল্টি থেকে রদ্রিগোর গোলে ৩-১ গোলে মাঠ ছাড়ে রিয়াল। এটা রিয়ালের ১০১ তম এল ক্লাসিকো জয়।