December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

মাঝপথে খেলোয়াড় পরিবর্তন কিউইদের

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে একপ্রকার পরীক্ষা-নিরীক্ষাই চালাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনা করে এখন থেকেই প্রস্তুত নিচ্ছে কিউইরা। যে কারণে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ হিসেবে এই সিরিজে রাখেনি ব্ল্যাক-ক্যাপসরা।

 

সেই পরীক্ষার অংশ হিসেবে এবার ওয়ানডে স্কোয়াডে থাকা দুই ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পেসার কাইল জেমিসন থাকবেন না। তবে দুজনেই টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন।

 

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের আগে জেমিসনকে বিশ্রাম দেওয়া হয়েছে, অ্যালেনকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে পাঠানো হয়েছে। বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলে দেশে যাওয়ার পর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন জেমিসন। যে কারণে চলমান ওয়ানডে সিরিজে থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের দাবি, সামনে প্রচুর ম্যাচ। আমরা চাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কাইল যেন সম্ভাব্য সেরা অবস্থায় থাকে। এই সিরিজকে আমরা শুরু থেকেই নতুনদের পরখ করার সুযোগ হিসেবে দেখছি। এক্ষেত্রে সঠিক বিকল্প হিসেবে বেন (সিয়ার্স) দলে আছে।

 

এদিকে ভিন্ন কারণে ফিন অ্যালেনকে ছাড়া হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি সুপার স্ম্যাশের উদ্বোধনী ম্যাচের জন্য ছুটি দেওয়া হয়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগেই যোগ দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *