চলতি বিশ্বকাপে যে দলগুলো সবচেয়ে বাজে পারফরম্যান্স করছে, শ্রীলঙ্কা সেই দলগুলোরই একটি। বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র ২টি জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অবস্থান করছে দলটি। এমনকি নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় লংকানরা।
বিশ্বকাপে এমন বাজে প্রদর্শনীর দরুন ভেঙে দেওয়া হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাশাপাশি সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন কমিটিকে নতুন পরিচালনা কমিটি নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাগতিক ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর ক্রিকেটারসহ সবাইকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল এসএলসি। একই সময়ে প্রকাশ্যে আসে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ডের মতবিরোধের সংবাদ। এরপর শনিবার পদত্যাগ করেন এসএলসি সেক্রেটারি মোহন ডি সিলভা।
এর আগে, এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগের দাবি করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানাননি ডি সিলভা। তবে ধারণা করা হচ্ছে, দলের ব্যর্থতার কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি। আনুষ্ঠানিক কোনো বিবৃতি ছাড়াই সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান সিলভা।
তবে এবার সোমবার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন লঙ্কান ক্রীড়া মন্ত্রী। ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনে রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে ৭ সদস্যের পরিচালনা কমিটি করা হয়েছে।