সাকিব আল হাসান নামটা যেমন একটা ব্রান্ড তেমনি তার ৭৫ নম্বর জার্সিও এখন সর্বাধিক জনপ্রিয়।
তবে সম্প্রতি শ্যুটিং সেটে সাকিবকে ৬৭ ও ৭৮ নম্বর জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে।এই সংখ্যা দুটি সাকিবের জার্সি নম্বর হিসেবে দেখার পর গণমাধ্যম ও ভক্ত সমর্থকদের মনে উদ্বেগের জন্ম হয়।
শ্যুটিং স্পটেই সাকিবের কাছে ভিন্ন এই জার্সি নম্বর সম্পর্কে জানতে চাওয়া হলে এই বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।বরং অতিশীঘ্রই ভক্তদদের এই গোপন তথ্য সম্পর্কে জানাবেন বলে আশ্বস্ত করেন।
আসন্ন একটি ঘোষণার ইঙ্গিত দিয়ে সাকিব জানান, ‘ভক্তদের জন্য আমার কাছে একটি চমক রয়েছে। আমি জানি যে সবাই ৬৭ এবং ৭৮ নম্বর জার্সি নিয়ে অনেক কৌতূহলী এবং আমি খুব শীঘ্রই এর পেছনের গল্পটা সবাইকে জানাতে যাচ্ছি।’
তবে বিজ্ঞাপনের শ্যুটটি একটি মুঠোফোন কোম্পানির বলে ধারণা করা হচ্ছে আলাদা আলাদা নম্বরের জার্সিগুলোর সাথে তাদেরই কোনো যোগসূত্র আছে।