কয়েকদিন আগেই ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার।এবার সেই ক্লাবের হয়ে ভারতে খেলতে আসার সুযোগ রয়েছে এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের।
বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র অনুষ্ঠিত হয়েছে।সেখানে একই গ্রপে পড়েছে ভারতের ক্লাব মুম্বাই সিটি এফসি আর আল-হিলাল ।যে কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পুনেতে আসতে পারেন নেইমার। তিনি যদি কোনো কারণে নাও আসেন তবুও খ্যাতিমান অনেক তারকাকে দেখতে পারবে ভারতের ফুটবলভক্তরা। কারণ, সম্প্রতি অনেক ইউরোপীয় তারকাকেই সই করিয়েছে আল-হিলাল।
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসের অন্য গ্রুপে পড়ায় তার ভারতে আসা লাগছে না। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভারতে খেলে গেছেন।
নেইমার ছাড়াও আল-হিলালে যোগ দিয়েছেন মরক্কোকে সেমিফাইনালে তুলে নজরে আসা গোলকিপার ইয়াসিন বোনো। আল-হিলালে সই করেছেন সার্বিয়ান তারকা আলেকজান্ডার মিত্রোভিচ ও সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচও। দলটিতে যোগ দিয়েছেন চেলসিতে খেলা কালিদু কুলিবালি, পর্তুগিজ তারকা রুবেন নেভেস, বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান ম্যালকম। এছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা কয়েকজন ফুটবলারও আছেন।