চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন না স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলা সিরিজের জন্য দলে ফিরেছেন এই তিন তারকা ক্রিকেটার।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে তাই বিশ্বকাপের প্রস্তুতি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতের সঙ্গে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অজিরা।আসন্ন সেই সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে চোট পাওয়া ট্রেভিস হেড নেই এই দলে।তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অনভিষিক্ত ম্যাথিউ শর্টকে।
আগামী ২৪শে সেপ্টেম্বর ভারতের মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
ভারত সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক , মার্কাস স্টয়নিস, ডেভিড স্টার্ক ও অ্যাডাম জাম্পা।