আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দর্শকদের মাঝে বিরাজ করে অন্যরকম একটা উত্তেজনা। তা সে হোক ফুটবল,সকার বা অন্যকোনো ইভেন্ট।মাঠের খেলায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে চরম শিখরে।এবার এই দুই দল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে।এবারের অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়ে ব্রাজিল আর্জেন্টিনা।গ্রুপ পর্বের শেষ ম্যাচ এ দুই দল নিজেদের মধ্যে মোকাবেলা করে।যেখানে আকাশী-নীলদের ১০-০ গোলের লজ্জাজনক হার উপহার দিয়েছেন সেলেসাওরা।
চিলির ইকুইকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে মাঠে নামে দুই দল।খেলার শুরু থেকে আলবিসেলেস্তেদের ওপরে চড়াও হয়ে খেলতে থাকে ব্রাজিল।গুনে গুনে আর্জেন্টিনা জালে ঢোকায় ১০ গোল।বিপরীতে আকাশী-নীলরা সেলেসাওদেরকে দিতে পারেনি একটি গোলও।
১০-০ গোলের এই বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।
অন্যদিকে এই হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো আর্জেন্টিনা।ব্রাজিলের আগে এই টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে,কলম্বিয়া ওমচিলি।
আগামী ১২ ই আগস্ট প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে প্যারাগুশে এবং দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক চিলির মোকাবেলা করবে ব্রাজিল।
আগামী ১৩ই আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে
আন্তর্জাতিক
ব্রাজিলের কাছে ১০-০ গোলের হার আর্জেন্টিনার
- August 11, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago