ব্রাজিলের সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোর এক ট্যাকেলে মাঠের মধ্যেই পা ভাঙলো আর্জেন্টিনার ডিফেন্ডার লুজিয়ানো সান্তোসের।
গতকাল কোপালিবার্তোসের ম্যাচে ঘটে গেল এই ভয়ংকর দুর্ঘটনা।
টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে বুয়েন্স আয়ার্সের দিয়াগো ম্যারাদোনা স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।ম্যাচের ৫৫তম মিনিটে বল নিয়ে এগোচ্ছিলেন মার্সেলো।তাকে আটকানোর জন্য পা বাড়িয়ে দেন সানচেজ।
বল দখলের লড়াইয়ে একসময় মার্সেলো পা দিয়ে চাপ দেন সানচেজের পায়ের ওপর।ঘটনাস্থলেই ভেঙে যায় এই আর্জেন্টাইনের পা।পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। যদিও শেষপর্যন্ত রেফারি তাকে লাল কার্ড দেখান।ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।