October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট ফ্রাঞ্চাইজি বিপিএল

ব্যাটারদের ব্যাটে রান নাই দর্শকের মনে শান্তি নাই।

বিপিএল-এ একের পর লো স্কোরিং ম্যাচে অতিষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দর্শকরা। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রান আর রান, চার-ছয়ের মারে কেপে উঠবে মাঠ। কিন্তু এখানেই নিরব বিপিএল। লোকাল কিংবা ফরেনার কারো ব্যাটেই নেই উপযুক্ত রানের দেখা। আর এতে অনেকেই ধারনা করছে জৌলুশ হারাতে পারে দেশের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইঝি লিগটি। মিরপুর থেকে সিলেটের মাঠ কথাও নেই বড় রানের দেখা।এমনকি আসরের ১৫ তম ম্যাচ খেলা হলেও এক ম্যাচেও পার হয়নি ২০০ রান। সর্বোচ্চ রান হয়েছে ১৯৩ রান, বরিশাল এর বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছিলো এই রান,সেই ম্যাচেই ব্যাক্তিগত সর্বচ্চো রান করেছিল আভিস্কা ফারনান্দো। লো স্কোরিং এর বিপিএল এ সেই রান চেজ ডাউন করে জিততে পারেনি তামিম ইকবালের বরিশাল। মোদ্দা কথা
সব কিছু পরিবর্তন হয় শুধু মাঠের খেলা ছাড়া। সিলেটকে রান করার মুল জায়গা ধরা হলেও এখানেও রান করতে ব্যর্থ নাজমুল শান্ত রা। শান্তদের অফ ফর্মে তাঁদের দলও পরেছে ভরাডুবিতে। সিলেট স্টাইকার্স মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিলেটে এসে ঘুরে দাঁড়ানোর কোথা বললেও ঘরের মাঠে এসেও আরও দুই হার দেখেছে সিলেট। এর পেছনে তাঁদের ব্যাটারদের কম রান করাই দায়,সেই সাথে বোলারদের দায়বদ্ধতা তো আছেই। সব মিলিয়ে দর্শকরা চায় দারুন এক টুর্নামেন্ট, যেখানে থাকবে ব্যাটারদের ব্যাটে রান আর যোগ্য বোলারদের ঝুলিতে উইকেট।

সিলেট থেকে
আবু নাঈম
৩০.০১.২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *