২০১৯ বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস।
টি-টোয়েন্টি ও টেস্টে ইংল্যান্ডের হয়ে এখনো খেলা চালিয়ে গেলেও গত বছর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান তিনি।তবে আসন্ন বিশ্বকাপ কে সামনে রেখে স্টোকস ওয়ানডেতে আবারও ফিরবেন বলে আশা করেন ইংল্যান্ডের রঙিন পোশাকের কোচ মেথু মট।পাশাপাশি চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেশার জোফরা আর্চারকেও বিশ্বকাপের খেলানোর মত ঝুঁকি নিতে চায় ইংল্যান্ড।
মট বলেন, ‘আসন্ন বিশ্বকাপে স্টোকসের জন্য জাতীয় দলের দরজা খোলা।অ্যাশেজ জুড়ে তাকে দেখে মনে হয়েছে জাতীয় দলে তার গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটে সে অনেক বছর ধরে পারফর্ম করেছে,সে মূল্যবান এক সম্পদ’।
তবে স্টোকসকে কোন প্রক্রিয়ায় জাতীয় দলে ফেরানো হবে তা নিয়ে এখনো নিশ্চিত নন মট।তার মতে, হয়তো বাটলার তার সঙ্গে যোগাযোগ করবেন।
তবে বেন স্টোকস ইতিমধ্যেই ২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।তাছাড়া গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে হাঁটুর চটে পড়েন স্টোকস,পরবর্তীতে সেই চোট নিয়েই তিনি খেলে যাচ্ছেন।তবে শুধুমাত্র সাদা পোশাকে।
এর মধ্যে আইপিএল খেলতে গেলেও অধিকাংশ সময়ই ছিলেন দলের বাইরে।
তাই পুরোপুরি ফিট না থাকলে চাইলেও বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ আসরে নাও ফিরতে পারেন স্টোকস।