বেগুনি টুপি দখলের লড়াইয়ে কুলচা জুটি কিন্তু দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে। সাময়িক এই লড়াইয়ে কুলদীপ পিছিয়ে পড়লেও, ফের বেগুনি টুপির তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছেন। নিঃশ্বাস ফেলছেন যুজবেন্দ্র চাহাল, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের ঘাড়ে। পার্পল ক্যাপের সাপ-লুডোর খেলা তাই বেশ জমজমাট। দেখে নিন আপডেটেড তালিকা:
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। পার্পল ক্যাপ তালিকায় ফের শীর্ষস্থান দখল করেছিলেন। সেই জায়গাই ধরে রাখলেন যুজবেন্দ্র চাহাল। ১৩ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ২৪।
১৩ ম্যাচে ২৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
কাগিসো রাবাডা আবার বেগুনি টুপির লড়াইয়ে তিন নম্বর জায়গাই ধরে রাখলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছেন তিনি। তাই ১২ ম্যাচে মোট ২২ উইকেট সংগ্রহ করে ফেলেছেন রাবাডা।
কুলদীপ যাদব পঞ্জাবের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে ফের বেগুনি টুপির লড়াইয়ে ফিরেছেন। ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২০ উইকেট। পঞ্জাবের বিরুদ্ধে ১ ওভার কম বল না করলে হয়তো যুজির সঙ্গে ব্যবধানটা আরও কমিয়ে ফেলতে পারতেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে ঢুকে পড়েছিলেন মহম্মদ শামিও। তবে তিনি ১ ধাপ নীচে নেমে গিয়েছেন। ১৩ ম্যাচে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন শামি।