October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বৃষ্টিতে ভেস্তে গেল বিসিবি বনাম শ্রীলংকার প্রস্তুতি ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে

বিকেএসপি এর ৩ নাম্বার মাঠে বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির তান্ডব এর পর আর মাঠেই গড়ায়নি। বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

সকাল ৯ টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ায়। সকাল থেকে আকাশ পরিষ্কার না থাকলেও ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্তও চিন্তা করা হয়নি শেষ পর্যন্ত ম্যাচটি পুরো দিন পর্যন্ত গড়াবে না। টস জিতে মিঠুন বিজয়দের আগে ফিল্ডিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

অন্যদিকে বিসিবি একাদশের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মিঠুন। প্রথম সেশনের শুরুটা বেশ দেখেশুনেই করেছিলেন লঙ্কান দুই ওপেনার করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। তবে ইনিংসের ৬ষ্ঠ ওভারের মুকিদুলের শেষ বলটি বাউন্স দিলে সেটি মারতে গিয়ে উইকেটকিপার এনামুল হক বিজয়ের হাতে তালুবন্দি হয়।

মুকিদুল ও উইকেটরক্ষকের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ফলে প্রস্তুতি ম্যাচে ২ রান করেই সাজঘরে ফিরেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। তাঁর বিদায়ের পর মাত্র ১৫ বল খেলার পরপরই মাঠে বৃষ্টি হানা দেয়। যা কিনা চলতে থাকে অনেকক্ষণ।

শেষ পর্যন্ত বৈরি আবহাওয়া ও আউটফিল্ড ভেজা থাকায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আর খেলা হয়নি। দ্বিতীয় দিনের খেলা ৯.৩০ এ আরম্ভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *