আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।ইতিমধ্যে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি।তবে বেশ কয়েকবার সেই সূচিতে পরিবর্তন এনেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রথম সূচিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ ছিলো ১৫ই অক্টোবর।তবে ধর্মীয় অনুষ্ঠানের কারণে সেই ম্যাচ একদিন এগিয়ে ১৪ই অক্টোবর আনা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ ১২ই অক্টোবর থেকে ১০ই অক্টোবরে আনা হয়েছিল। পরিবর্তিত হয়েছিল বাংলাদেশের তিনটি ম্যাচের সময়ও।
তবে আবারো বিশ্বকাপ সূচিতে পরিবর্তন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
৯ই অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের পরের দিনই একই মাঠে শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ রয়েছে।একই ভেন্যুতে পরপর দুই দিন দুটি ডে-নাইট ম্যাচ থাকার কারণে নিরপত্তা দেওয়া কঠিন হবে বলে উল্লেখ করেন তারা।
তবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসেসিয়েশনের এই আবেদন কানেই তোলেনি বিসিসিআই।ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আর বেশি সময় বাকি না থাকায় সূচিতে আর পরিবর্তন আনা সম্ভব নয়।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বলেছেন, বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজিব শুকলা এরই মধ্যে বিবৃতি দিয়েছেন। আমাদের জানিয়ে দেয়া হয়েছে যে, শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আনা চ্যালেঞ্জিং। যেভাবে সূচি আছে, সেভাবে আমরা ম্যাচ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সিটি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, তারাও সার্বিক সহায়তা দিতে চেয়েছেন।