October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা আর্জেন্টিনার : বাদ পড়লেন যে তারকা ফুটবলার

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই খেলতে পারেননি মেসি। চোটেপড়া মেসিকে নিয়ে শঙ্কা ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। তবে আর্জেন্টিনার পরবর্তী দুই বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মেসি থাকলেও স্কোয়াডে নাম নেই ডি মারিয়ার।

আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। দলে ফিরেছেন পাউলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। চোট থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

 

এ ছাড়া ডান পায়ে অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও।

 

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ঘোষিত দল :

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মলিনা, হেরমান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাউলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, লুকাস ওকাম্পোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *