বিশ্বকাপের মধ্যেই বড় দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে পরাজয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৬ই অক্টোবর মাঠে নামবে লঙ্কানরা। সেই ম্যাচসহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
জানা গেছে, ঊরুর চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। লঙ্কান এই অধিনায়কের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে রিজার্ভ বেঞ্চে থাকা চামিকা করুণারত্নেকে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, পাকিস্তান ম্যাচে ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন শানাকা। তার ছিটকে যাওয়ায় স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ ওয়ানডে খেলা করুণারত্নেকে।
শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন কুশল মেন্ডিস। দলের সহকারী অধিনায়ক তিনি। ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন মেন্ডিস।
এর আগে, বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হারায় শ্রীলঙ্কা। এবার অধিনায়ককেই হারিয়ে ফেলল তারা। ধারণা করা হচ্ছে, চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগবে শানাকার।