গত ২০শে আগস্ট ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।ম্যাচের ২৯তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা।
তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই বড় দু:সংবাদ পান এই স্প্যানিশ অধিনায়ক।বিশ্বকাপ জয়ের কিছুক্ষণ পরই বাবার মৃত্যুর খবর শোনেন তিনি।
জানা যায়, গোলের কিছুক্ষণ পরেই প্রয়াত হন তার বাবা।তবে ম্যাচ শেষে সেই খবর শোনেন কারমোনা।বাবার মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কারমোনা জানান, জানতামই না আজ জীবনে কি ঘটতে চলেছে। তবে আজ যে কীর্তি গড়েছি,তার পিছনে তুমি শক্তি।তুমি ওপর থেকে আমাকে দেখছো এবং আমার জন্য গর্ববোধ করছো।
বিশ্বজয়ী এ অধিনায়কের বাবার মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছে স্পেন ফুটবল ফেডারেশন