ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর দেড় মাসের বেশি সময়ও।ইতিমধ্যে বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো যেমন তাদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে,তেমনি বিশ্বকাপে কারা খেলবে সেমিফাইনাল,কোনদলই বা আছেন ফেবারিটের তালিকায় তা নিয়ে মন্তব্য করছেন ক্রিকেট বোদ্ধারা।
ক্রিস গেইল,বীরেন্দর শেবাগ,ডিভিলিয়ার্সের মতো সাবেকরা বেছে নিয়েছেন তাদের পছন্দের সেমিফাইনালিস্ট।
এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম।তার মতে, ভারত বিশ্বকাপে ভালো করবে।অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও পাকিস্তান ও ভালো করতে পারে।তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডেরও এবারের বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে।
ম্যাককলাম বলেন, ‘এই বিশ্বকাপে কারা সেমিফাইনাল খেলবে সেটা বলা কঠিন। সেই দিক থেকে ভারতকে আমি প্রথমেই রাখব। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ডেরও ভালো সুযোগ আছে। তবে নিউজিল্যান্ড, বাংলাদেশকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত। যে দলগুলো ভালো করে টুর্নামেন্ট শুরু করবে তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।’
পাশাপাশি দীর্ঘদিন পর জাসপ্রীত বুমরাহর জাতীয় দলে ফেরা বিশ্বকাপে ভারত দলের জন্য স্বস্তির ব্যাপার বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য,আগামী ৫ই আগস্ট থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।