আসন্ন ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই হিসেবে বৈশ্বিক এই আসরের বাকি নেই দুই সপ্তাহ। অংশগ্রহণকারী দলগুলো সারছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। বোর্ডগুলোও ব্যস্ত চূড়ান্ত দল ঘোষণা নিয়ে। ইতিমধ্যে বেশ কিছু দল তাদের স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে।
এবার আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এ ছাড়া রানারআপ দলের পকেটে যাবে ২ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১০১ কোটি টাকা থাকছে বিশ্বকাপের প্রাইজমানি।
যেহেতু গ্রুপবিহীন ‘রাউন্ড রবিন লিগ’ ফর্মেশনে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই প্রথম পর্বের একেকটি জয়ের জন্যই দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা করে।
সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল ঘরে ফিরবে আরও ১ লাখ ডলার বা ১ কোটি টাকা নিয়ে। মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার, যার ৬ মিলিয়ন ডলারই বরাদ্দ থাকছে দুই ফাইনালিস্টের জন্য। চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানার-আপ দল, অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার বা ৮ কোটি টাকা করে।
ওয়ানডে বিশ্বকাপের গত আসর মাঠে গড়িয়েছিল ইংল্যান্ডে। সেবার অংশগ্রহণকারী দলোগুলো যে প্রাইজমানি পেয়েছিল, এবারও সেটা একই থাকছে। অর্থাৎ, এবারও প্রাইজমানিতে কোনো ভিন্নতা নেই।