ওয়ানডে বিশ্বকাপের আর বাকি নেই দুই মাস সময়ও।আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর।১০ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের পাঁচ দলই এশিয়ার।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে অনেক ক্রিকেট বোদ্ধারা আসরের কোন চার দল সেমিফাইনাল খেলবে তা অনুমান করছেন।সেই তালিকায় এবার যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ তাই এশিয়ার দল গুলোরই তুলনামূলক বেশি সুবিধা পাওয়ার কথা।কিন্তু ডিভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের তিনটিই এশিয়ার বাইরের দেশ।
মিস্টার ৩৬০° এর মতে, বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত অবশ্যই সেমিফাইনাল খেলবে,এমনকি তারা এবার বিশ্বকাপের অন্যতম দাবিদারও।অন্য তিন দেশে হিসেবে ডিভিলিয়ার্স রেখেছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও তার নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকে।
ডিভিলিয়ার্স বলেন, ‘পাকিস্তান বা নিউজিল্যান্ডের ভালো সুযোগ আছে তবুও বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে আমি এই চার দলকেই রাখবো।’
এর আগে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ,অস্ট্রেলিয়ার গ্লেন মেগ্রা বা উইন্ডিজের ক্রিস গেইলের মতো সাবেক ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলের নাম অনুমান করেছিলেন।
তাদের সকলের মতে,এশিয়া থেকে অন্তত দুটি দল বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করবে।তবে এবি ডি ভিলিয়ার্স বললেন ভিন্ন কথা।