December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা ইংলিশ ক্রিকেটারের

বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থান খুব একটা ভাল নয়। ছয় ম্যাচের মাত্র একটিতে জয়। স্বাভাবিকভাবেই অন্য খেলোয়াড়দের মতো মন ভাল নেই উইলির। এরমাঝে জানা গেল ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে তার নাম। তবে আসরে এখন পর্যন্ত লোয়ার অর্ডারে ৪২ রান আর ২৭ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

 

 

তবে এমন পারফর্ম করেও বোর্ড কর্তা রব কিয়ের মন ভরাতে পারেননি ডেভিড উইলি। পুরো বিশ্বকাপ স্কোয়াডে তিনিই একমাত্র খেলোয়াড় যাকে ২৬ জনের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই তাই খুব একটা সন্তুষ্ট নন উইলি। এমনকি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটাও খেলতে নারাজ এই পেসার।

 

নিজের ইন্সটাগ্রাম পেইজে উইলি লিখেছেন, ‘আমি কখনোই চাইনি এমন একটা দিন আসুক। ছোটবেলা থেকেই আমি শুধুই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই উপযুক্ত চিন্তাভাবনা এবং বিবেচনার পর, আক্ষেপের সঙ্গে বুঝতে পারলাম বিশ্বকাপের পর সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের সময় হয়ে এসেছে।’

 

ইংল্যান্ডের হয়ে ৭০ ম্যাচে ৯৮ উইকেট পেয়েছেন উইলি। টি-২০ ক্রিকেটে ৪৩ ম্যাচে উইকেট ৫১টি। ব্যাট হাতে ৪৩ ওয়ানডে ইনিংসে ৬২৭ রান করেছেন তিনি। শর্টার ফরম্যাটে ২৬ ইনিংসে রান ২২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *