ফিফা নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন শেষ হয়েছে ৮ই আগস্ট।এবার পালা কোয়ার্টার ফাইনালের।আট দলের এই লড়াইয়ে সবচেয়ে বেশি টিকে আছে ইউরোপের পাঁচ দল।এছাড়া এশিয়ার জাপান, ল্যাটিন আমেরিকার কলম্বিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ আটে উন্নীত হয়েছে।আগামী ১১ই আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াই।
প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ড।নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।একই দিন দুপুর দেড়টায় নিউজিল্যান্ডের আরেক স্টেডিয়াম ইডেন পার্কে খেলবে জাপান ও সুইডেন।এই দুই ম্যাচের বিজয়ী দল আগামী ১৫ই আগস্ট প্রথম সেমিফাইনালে একে অন্যের মোকাবেলা করবে।
আগামী ১২ই আগস্ট অস্ট্রেলিয়ার সানক্রপ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।একই দিন বিকেল সাড়ে চারটায় একোর স্টেডিয়ামে ইংল্যান্ডের মোকাবেলা করবে কলম্বিয়া।এই দুই ম্যাচের বিজয়ী দল আগামী ১৬ই আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।