October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই থাকছেন বাংলাদেশি আম্পায়ার

আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশিদেরকে ম্যাচ অফিশিয়ালের দায়িত্ব পাওয়া খুব কমই চোখে পড়ে। তবে এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে থাকতে দেখা যাবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। তবে সে ম্যাচে মাঠে নয়, বরং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশের এই আম্পায়ার ‘অন-ফিল্ড আম্পায়ার’ হিসেবে কয়টি ম্যাচ পরিচালনা করবেন, তাও জানিয়ে দিলো আইসিসি।

 

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ‘অন-ফিল্ড আম্পায়ার’ থাকবেন শরফুদ্দৌলা। এ ছাড়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার ও আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে থাকবেন ৪৪ বছর বয়সী এই আম্পায়ার।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম পর্বের ৪৫টি ম্যাচেরই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করা হবে প্রথম পর্ব শেষে।

 

আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ভারতের নিতীশ মেনন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পল উইলসন তৃতীয় ও বাংলাদেশের শরফুদ্দৌলা থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাওয়া শরফুদ্দৌলা প্রথম মাঠে দাঁড়াবেন আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে।

 

এরপর ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ও ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচেও আম্পায়ার থাকবেন এ পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করা শরফউদ্দৌলা।

বিশ্বকাপের আগে গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে থাকবেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা।

 

বিশ্বকাপে যে যে ম্যাচে ‘অন-ফিল্ড আম্পায়ার’ থাকবেন শরফুদ্দৌলা :

৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, দিল্লি

১৫ অক্টোবর , ইংল্যান্ড-আফগানিস্তান , দিল্লি

২৫ অক্টোবর, অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, দিল্লি

২৮ অক্টোবর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড , ধর্মশালা

৩ নভেম্বর, নেদারল্যান্ডস-আফগানিস্তান, লক্ষ্ণৌ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *