যে কোনো বড় ক্রীড়া ইভেন্টের অন্যতম আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও প্রত্যাশা কম না। এবারের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। সে হিসেবে আগামীকাল ৪ অক্টোবর বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, টেকনিক্যাল কারণে আগামীকালের বর্ণাঢ্য কোন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত অনুষ্ঠান আয়োজন নিয়ে বিসিসিআই এর নিশ্চুপ অবস্থানের কারণেই এমন গুঞ্জন। যদিও এখন পর্যন্ত সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি আইসিসি বা বিসিসিআই।
সবশেষ খবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। এর পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগেও থাকবে বর্ণিল অনুষ্ঠান।
অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান কেমন হতে পারে, তা নিয়েও মুখ খোলেনি ভারত। তবে দেশটির অন্য গণমাধ্যম জানিয়েছে, দর্শকদের চমকে দিতে এমন গোপনীয়তার চেষ্টা তাদের।