বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রতিটি দলই অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়।মূলত নিজেদের দুর্বলতা খুঁজতে বা একাদশ ঠিক করতে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে থাকে।
আগামী ৫ই অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।সেই আসরের মূল পর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে।
সেই হিসেবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ইতিমধ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ ও প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে।
আগামী ২৯শে সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং আগামী ২রা অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
যদিও প্রথমে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ থাকবে তবে পরবর্তীতে অস্ট্রেলিয়ার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছে।
আগামী ৭ই অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ।