December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বিপিএল

বিপিলে কেমন হল ৭ দলের চূড়ান্ত স্কোয়াড!!

অবশেষে স্বস্তির হাসি দুই অভিজ্ঞ ক্রিকেটারের মুখে। বিপিএলের নবম আসরের ড্রাফটে দল পেলেন দুই আলোচিত ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন। ব্যাটার সাব্বিরের ঠিকানা খুলনায় আর নাসিরের দল ঢাকা। এছাড়া ষষ্ঠ রাউন্ডে দল পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডলও। সিলেট যুক্ত করেছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।

ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা ডাক পেয়ে দলে টানল তারকা ব্যাটার লিটন দাসকে। এরপর সিলেট দলে নিয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

মোহাম্মদ মিঠুনকে নিয়েছে ঢাকা। রংপুর রাইডার্স দলে নিয়েছে শেখ মেহেদী হাসানকে। পরবর্তীতে ফরচুন বরিশাল দলে টানল জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষে এসে খুলনা টাইগার্স যোগ করে মোহাম্মদ সাইফউদ্দিনকে।

ড্রাফট ষষ্ঠ রাউন্ড শেষে-

খুলনা টাইগার্স- ইয়াসির রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ আশিকুজ্জামান, জাকির আলি অনিক

ঢাকা ডমিনেটরস-মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন

ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি

রংপুর রাইডার্স- শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান (জুনিয়র), শামীম পাটোয়ারি, রিপন মন্ডল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান

সিলেট স্ট্রাইকার্স- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হ্রদয়, রুবেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *