October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বিপিএলে যে দলের হয়ে খেলবেন বাবর….!!

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বাবর আজমকে।পাকিস্তানি এই কাপ্তানকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের ফেসবুক পেইজে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছে ফ্রাঞ্চাইজিটি।

রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি প্রতীকী ছবি পোস্ট করে তাতে তিনটি ক্লু দিয়েছেন। যেটা দেখে ধারণা করা যায় ছবিটি বাবর আজমের।

প্রথম ক্লুতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যার অভিষেক হয়েছে ২০১৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় বাবরের।

 

দ্বিতীয় ক্লুতে বলা হয়, সে একমাত্র ক্রিকেটার যে নিজের প্রথম ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করেছেন। কিছুদিন আগেই হাশিম আমলাকে ছাড়িয়ে প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েন পাকিস্তানের অধিনায়ক।

 

তৃতীয় ও শেষ ক্লুতে বলা হয়, সে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের অধিনায়ক। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে পাকিস্তান এবং দলটির অধিনায়কও বাবর।

তিনটি ক্লু মিলিয়ে দেখা যায় বাবরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রংপুর।

কিছুদিন আগে শোনা গিয়েছিল ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লীগ থেকে বড় অঙ্কের অর্থের প্রস্তাব পেলেও বিপিএল খেলার জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাবর।

রংপুর রাইডার্স ইতিমধ্যে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তাদের দলে ভিড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *