ইতিমধ্যেই শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচ।ঢাকা চট্টগ্রাম সিলেট এই তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবারের বিপিএলের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ।গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করেছে দেশী ক্রিকেটাররা।শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চার জনই দেশি ক্রিকেটার।সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় রয়েছেন এই তালিকার সবার উপরে।১০ ম্যাচ খেলা হৃদয়ের রান ৩৭৮।বরিশালের হয়ে খেলা সাকিব আল হাসান ব্যাট হাতে এই বিপিএলে দারুণ ছন্দে আছেন।সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।১২ ম্যাচ খেলা সাকিবের রান ৩৭৫।সাকিবের চেয়ে এক রান কম নিয়ে তালিকার তৃতীয়ে আছেন নাজমুল শান্ত।
১২ ম্যাচে তার রান ৩৭৪।এবারের বিপিএলে নজরকাড়া পারফর্ম করতে পারেনি ঢাকা ডমিনেটর্স।তবে নজর কেড়েছেন তাদের অধিনায়ক নাসির হোসেন।তার দুর্দান্ত সব ইনিংস মিলিয়ে তালিকার চতুর্থ অবস্থানে আছেন একসময়ের মিস্টার ফিনিশার।১২ ম্যাচ খেলে করেছেন ৩৬৬ রান।১০ ম্যাচে ৩৫১ রান নিয়ে এই তালিকার পঞ্চম অবস্থানে আছেন কুমিল্লার হয়ে খেলা পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ব্যাটের পাশাপাশি বল হাতেও এই বিপিএলে আলো ছড়িয়েছেন নাসির হোসেন। ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন এই ডমিনেটর্স অধিনায়ক।রংপুরের আফগান পেসার আজমতুল্লাহ আছেন এই তালিকার দুইয়ে।১১ ম্যাচ খেলা এই পেসারের উইকেট সংখ্যা ১৫।সমান সংখ্যক উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রংপুরের আরেক পেসার হাসান মাহমুদ। সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতানো পাক পেসার আমির আছেন এই তালিকার চতুর্থ অবস্থানে।১১ ম্যাচে তিনি নিয়েছেন ১৪ উইকেট। আর এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি স্পিনার তানভীর ইসলাম। ১০ ম্যাচ খেলা এই বাহাতি স্পিনারের উইকেট সংখ্যা ১৪।